গণঅধিকার পরিষদ থেকে রেজা কিবরিয়ার পদত্যাগ
গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন দলটির একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
বুধবার (৩ জানুয়ারি) রাতে তিনি দলের কেন্দ্রীয় কার্যনিবাহী পরিষদে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
তিনি জানান, গণঅধিকার পরিষদের দলীয় সদস্যপদ থেকেও ইস্তফা দেওয়ার পর দলের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন।
গণঅধিকার পরিষদ অংশের সাধারণ সম্পাদক ফারুক হাসান বলেন, ‘আমরা ড. রেজা কিবরিয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছি। খুব শিগগির একটা ভালো খবর পাবেন। এখনই সেটা প্রকাশ করছি না।’
২০১৮ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন ড. রেজা কিবরিয়া। পরে ২০২১ সালের অক্টোবরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন।
দলের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে যারা গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে আমি তাদের সঙ্গে কাজ করে যাব। আমি আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে অনেক আশাবাদী। আমি মনে করি, তরুণরা বাংলাদেশের অপার সম্ভাবনা সম্পর্কে ধীরে ধীরে সচেষ্ট হয়ে উঠছে। দেশের মানুষের মুক্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করে যাব।’