সুরমা টাইমস রিপোর্ট : সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেছেন, ছাত্র সমাজ এ দেশের অন্যতম কান্ডারী। নিরাপদ বাংলাদেশ বির্নিমানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (১৬ জানুয়রি) দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজে ২দিন ব্যাপী তারুণ্যের সমাবেশ ও বার্ষিক সাহিত্য ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শামসুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, দক্ষিণ সুরমাবাসী গর্বিত যে তাদের অঞ্চলে শফি আহমদ চৌধুরীর মত আলোকিত মানুষের জন্ম হয়েছে। উচ্চ শিক্ষা গ্রহণ করে এই অঞ্চলের মেয়েরা বিকশিত হচ্ছে। এটা নিঃসন্দেহে চমৎকার এবং মহতি উদ্যোগ।
কলেজের প্রিন্সিপাল মো. আমিরুল আলম খানের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী। শফি চৌধুরী তার বক্তব্যে বলেন, অনেক স্বপ্নের প্রতিষ্ঠান এই কলেজ। এখান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মেয়েরা নিজেদের বিকশিত করুক। এই স্বপ্ন নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেছি। তিনি আশাবাদ ব্যক্ত করেন বলেন, সবার সহযোগিতায় আগামীতে এই কলেজ জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. সৈয়দ মুয়াজ্জেম হোসেন, বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী প্রফেসর ডা. নিয়াজ আহমদ চৌধুরী, কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্য হাবিবুর রহমান চৌধুরী, দাতা সদস্য জুলহু মিয়া চৌধুরী, অভিভাবক সদস্য জামাল উদ্দিন, ওয়ান ব্যাংক কর্মকর্তা মোস্তাক আহমেদ, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কাপ্তান হোসেন, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক, সাবেক সেক্রেটারী আশরাফুল ইসলাম ইমরান, প্রবাসী জাকারিয়া আহমদ, ব্যবসায়ী খছরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি
Share This Post: