সিলেটের জকিগঞ্জে নৌকা সমর্থক দুই কর্মীকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ফুলতলী গ্রাম থেকে তাদের তুলে নেওয়া হয়।
তুলে নেওয়া ব্যাক্তিরা হলেন- ব্যাংক কর্মকর্তা এনায়েত হোসেন চৌধুরী ও তার ভাই ব্যবসায়ী আলবাব হোসেন চৌধুরী কাসেম।
এনায়েত ও কাশেমের বড় ভাই আবুল খায়ের চৌধুরী জানিয়েছেন, গভীর রাতে ঘর থেকে মারধর করে তাদের তুলে নেওয়া হয়েছে। পরিচয় জানতে চাইলে তারা নিশ্চিত করেননি। বিষয়টি বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়েছে। তিনি জানান, তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
সিলেট-৫ আসনের নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদের পক্ষে কাজ করার কারণে তাদের ধরে নিয়ে যাওয়া হতে পারে বলে ধারণা করেন তিনি।
এদিকে দুই ভাইকে তুলে নেওয়ার খবর পেয়ে রাত তিনটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহইয়া আল মামুন।
বুধবার সকালে আবার দুই ভাইয়ের বাড়িতে যান জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ। তিনি জানান, কে বা কারা তাদের তুলে নিয়েছে জানার চেষ্টা চলছে। তাদের উদ্ধারে অনুসন্ধান চলছে।
পুলিশ জানায়, এ বিষয়ে এনায়েত ও কাশেমের বড় ভাই আবুল খায়ের চৌধুরী জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।