বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে।
আজ রোববার সকালে হাসপাতালে রক্তদান কর্মসূচী শেষে কলেজ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে ও ডা: ইসফাক জামান সজিবের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা: জি এম মনিরুল ইসলাম, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরী,
অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভুইঁয়া, অধ্যাপক ডাঃ মোঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হিমাংশু শেখর দাস।
আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ রিনা আক্তার, অধ্যাপক ডাঃ মাসুকুর রহমান, অধ্যাপক ডাঃ মোঃ আল মোহাইমিন সোহেল, সহকারী পরিচালক ডা: তাহফীম আহমদ রিফাত, সহকারী পরিচালক ডাঃ আবু তারেক রাসেল প্রমুখ।
—বিজ্ঞপ্তি