সরকারী রাস্তায় গেইট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবি

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ঠ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ১০ জুন ২০২৩ শনিবার সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে এক ঘন্টার সাপ্তাহিক পঞ্চম সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তারা বলেন, সরকারী যেকোন রাস্তা সড়ক ও জনপদ, সিলেট সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির আর্থিক সহায়তায় নির্মিত। সরকারী কোনো রাস্তায় গেইট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা নাগরিক সুবিধা ব্যাহত করার শামিল। সিলেট মহানগরীর ব্যস্ততম প্রায় এলাকাতেই গেইট দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

 

যে রাস্তায় উভয়দিকে যাতায়াত করা যায়, সেই রাস্তায় গেইট দিয়ে আদৌ কথটুকু সমীচীন তা আমাদের বোধগম্য নয়। রাতে প্রায় এলাকাতেই নিরাপত্তার প্রয়োজনে গেইট দিয়ে রাস্তা বন্ধ করে ব্যাপক প্রতিবন্ধকা সৃষ্টি করা হয়। নাগরিকরা গুরুত্বপূর্ণ কাজে ও বিশেষ করে অসুস্থতায় নগরীর বিভিন্ন রাস্তা ব্যবহার করেন। কিন্তু প্রায় রাস্তায় গেইট দিয়ে রাস্তা বন্ধ করার কারণে নাগরিকদের যাতায়াতের বিঘ্ন সৃষ্টি হয়।

 

বক্তারা আরো বলেন, নিরাপত্তার প্রয়োজনে সরকারী রাস্তায় রাতে গেইট দিয়ে রাস্তা বন্ধ না করে, অত্র এলাকায় নাইট গার্ড ও সিসি ক্যামেরা লাগিয়ে নিরাপত্তা ব্যবস্থা করা হউক। কোনোভাবেই জনগনের যাতায়াতের রাস্তায় গেইট দিয়ে রাস্তা বন্ধ উচিত নয়। সরকারী রাস্তায় গেইট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান সংস্থাগুলোর নেতৃবৃন্দ।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মকবুল চোৗধুরী, সহ-অর্থ সম্পাদক মোঃ নুর হোসেন, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ রমজান আহমদ শাকিল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত ও সদস্য নুর মোহাম্মদ সাজু।

উল্লেখ্য, আগামী ১৭ জুন শনিবার সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে এক ঘন্টার সাপ্তাহিক ৬ষ্ঠ সভা সন্ধ্যা ৭.১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

 

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।