সৈয়দ তৌফিকুল হাদী পুনরায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল

সিলেট সিটি কর্পোরেশনের ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী পুনরায় নির্বাচিত হওয়ায় সুকরানা দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় কাউন্সিলর নিজ বাসভবনে এই দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।

দোয়া মাহফিল পূর্বে স্বাগত বক্তব্য রাখেন-১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী। এসময় তিনি বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় পুনরায় আপনাদের সেবা দিতে আপনারা আমাকে কাউন্সিলর পদে নির্বাচিত করেছেন।

আপনাদের ভালোবাসা ও সার্বিক সহযোগিতায় ১নম্বর ওয়ার্ডের উন্নয়ন ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দরগা মাদরাসার সহকারী মুহতামিম হাফিজ মাওলানা আসাদ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন-দরগার মোতায়াল্লী ফতেহ আমান, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, আব্দুল মুহিত জাবেদ, এডভোকেট সৈয়দ তারেক আহমদ, মুফতি সোহেল আহমদ, মুফতি শামীম, সৈয়দ সাব্বির আহমদ, সাদেক মিয়া, সাফর সাদেক, মজির আহমদ, ইসমত নান্নু, তারু, জাকির, পাপ্পু, কয়ছর, হাসনাত প্রমুখ।

 

 

 

—বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।