সাংবাদিকদের সঙ্গে দক্ষিণ সুরমার নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নবাগত নির্বাহী অফিসার ঊর্মি রায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেন- সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। তাদের লিখনির মাধ্যমে দেশের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনার কথা উঠে আসে। সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ববোধ থাকলে যে কোনো ধরনের সমস্যা সহজেই সমাধান হয়।

দক্ষিণ সুরমা উপজেলার ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রেখে উন্নয়নকাজ তরান্বিত করতে সাংবাদিকদেরর সার্বিক সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধরের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মুর্তজা বাচ্চু, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শিপন আহমদ, কোষাধ্যক্ষ শরিফ আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহেদ আহমদ শান্ত, সাংবাদিক নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য ফয়সল আহমদ রানা, মো. রফিক আহমদ, এস এম ফাহিম ও সাংবাদিক এমরান ফয়সল।

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।