জিকে গৌছ গ্রেফতারে ড. এনামুল হক চৌধুরীর নিন্দা: মুক্তি দাবী

বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক হবিগঞ্জ পৌর মেয়র জিকে গৌছকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোঃ এনামুল হক চৌধুরী। অবিলম্বে জননেতা জিকে গৌছের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভের পরপরই বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক হবিগঞ্জ পৌর মেয়র জিকে গৌছকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। যা আইন ও মানবাধিকার পরিপন্থী। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে

রাখতে সরকার বিরোধী নেতাকর্মীদের উপর হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতনের পথ বেছে নিয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবেনা।

অবিলম্বে জননেতা জিকে গৌছসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।