সিলেট বিভাগের ডিজিটাল পোস্টঅফিস সমুহের ৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্সের সার্টিফিকেট পরীক্ষা সম্পন্ন

সুরমা টাইমস ডেস্কঃ

 

বাংলাদেশ ডাক বিভাগের অধীনে পোস্টাল একাডেমি রাজশাহী এর নিয়ন্ত্রনাধীন সিলেট বিভাগের আওতায় ডিজিটাল ডাকঘর (পোস্ট ই—সেন্টার) সমুহের ৬ মাস মেয়াদি ডিপ্লোমা ইন সফটওয়্যার এপ্লিকেশন কোর্সের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা সিলেটের রাজা জি.সি. উচ্চ বিদ্যালয়ে অদ্য ১৪—০৭—২০২৩ খ্রিঃ তারিখে সম্পন্ন হয়েছে।

 

এতে সিলেট প্রধান ডাকঘর, জালালাবাদ ক্যান্ট. এসও, জৈন্তাপুর ইউপিও, কানাইঘাট ইউপিও, জকিগঞ্জ ইউপিও, লাফনাউট ইডিবিও, ডৌবাড়ি ইডিবিও, গঙ্গাজল এসও, মোগলাবাজার এসও, দক্ষিণ ভাদেশ্বর এসও, ছাতক ইউপিও, গোবিন্দগঞ্জ নতুনবাজার এসও, বিশ্বনাথ ইউপিও, চারখাই এসও,

রামপাশা এসও, বিশ্বম্ভরপুর ইউপিও, জগন্নাথপুর ইউপিও, শমসেরনগর এসও, কোম্পানীগঞ্জ ইউপিও সহ সিলেট বিভাগের বিভিন্ন ডিজিটাল পোস্টঅফিসের শিক্ষার্থীবৃন্দ এতে অংশ গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, পোস্টাল একাডেমি রাজশাহীর মাননীয় অধ্যক্ষ জনাব অসীত চন্দ্র শীল স্যার ও সিলেট বিভাগের মাননীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল জনাব মুহাম্মদ আবদুল্লাহ স্যার।

 

পোস্টঅফিস পরিদর্শক সিলেট্ পূর্ব উপবিভাগ জনাব মলয় কান্তি সরকার, পোস্টঅফিস পরিদর্শক সিলেট পশ্চিম উপবিভাগ জনাব বাবলু রায়, সাব পোস্টমাস্টার জনাব ইব্রাহিম মাহমুদ, জনাব শরীফ আহমদ, পোস্টাল অপারেটর জনাব দেব প্রসাদ পাল, জনাব মোঃ আব্দুল বাসিত, জনাব সাইফুল শিকদার, জনাব জাকারিয়া চৌধুরী, জনাব রোহেল আহমদ, জনাব নাসির উদ্দিন সহ সিলেট বিভাগের ডাক বিভাগীয় কর্মকর্তা— কর্মচারীবৃন্দ ও সিলেট বিভাগের বিভিন্ন ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তাবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।