গোলাপগঞ্জে ইসলামটুল সুপার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
সুরমা টাইমস ডেস্কঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইসলামটুল ক্রিকেট উন্নয়ন কমিটির উদ্যোগে ইসলামটুল সুপার লিগ ২০২৩ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ মার্চ) ইসলামটুল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আমেরিকা প্রবাসী আফছার আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
তিনি এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং এ ধরনের খেলাধুলা প্রতিযোগিতা আয়োজনের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, ৯নং পশ্চিম আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জুলফুর রহমান জুলু, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ। এছাড়াও আমুড়া ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী সহ যুব সমাজের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।