গোয়াইনঘাটে ২৪ ঘন্টার ব্যাবধানে দুইজনের লাশ উদ্ধার,এলাকজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেটের গোয়াইনঘাটে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে ও গত রোববার রাতে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

গত রোববার দিবাগত রাত ১১ টার দিকে জাফলংয়ের মামার বাজার এলাকার মন্দিরের সামনে একটি মিষ্টির দোকান থেকে রাজিব সরকার নামে এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় ও পরদিন গত সোমবার ভোরে গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশে (আইয়ালাবন্দ) নামক স্থানে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে মামার বাজারের ওই দোকান থেকে দুর্গন্ধ ছড়ায়। স্থানীয় এক ব্যক্তি দোকান মালিকের খোঁজ নিতে গিয়ে দোকানটির শাটার আংশিক খোলা অবস্থায় দেখতে পান।
শাটার পুরোটা তোলার পর ভেতরে ঢুকে দেখতে পান, রাজীবের মরদেহ পড়ে আছে। পরে স্থানীয়রা দ্রুত থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিবের মরদেহ উদ্ধার করে।

 

অপরদিকে গত সোমাবার সকালে স্থানীয়রা গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশের একটি খালে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়।

পৃথক দুটি ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )সরকার তোফায়েল আহমেদ দুই জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ উদ্ধার করে।

 

ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।