গোয়াইনাঘাটে টমটম চালকের হাতে যাত্রী খুন

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটের গোয়াইনঘাটে ব্যাটারি চালিত অটোরিকশার (টমটম) চালকের বাঁশের আঘাতে নাজিম উদ্দিন (২২) নামের এক যাত্রী খুন হয়েছেন।
গত মঙ্গলবার দুপুর ১২টায় জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনি গ্রামের ভার্ড স্কুলের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দিন পাতনি উত্তর পাড়ার বাসিন্দা রহমতুল্লাহর ছেলে। বুধবার ভোররাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। টমটম চালক সালেহ উদ্দিন একই ইউনিয়নের মৃত ইসন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে পীরের বাজার হতে টমটম চালক সালেহ আহমদের গাড়িতে করে নাজিম উদ্দিন নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় পাঁচ টাকা ভাড়া দিলে টমটম চালক সালেহ আহমদ ১০ টাকা দাবি করেন।

১০ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় কথা কাটাকাটির একপর্যায়ে টমটম চালক সালেহ বাঁশ দিয়ে নাজিম উদ্দীনের মাথায় আঘাত ও বেধড়ক মারধর করে।
এতে নাজিম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত তিনটায় নাজিম উদ্দীন মৃত্যুবরণ করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, ওসি তদন্ত মেহেদী হাসান, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব ও ইউপি সদস্য কামাল আহমদ।

 

এ ব্যাপারে থানার ওসি কে এম নজরুল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজিম উদ্দিনের মৃত্যু হয়েছে। আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের হাসপাতাল মর্গে রয়েছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।