নিজস্ব প্রতিবেদকঃঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে নবনির্মিত পিআইও সেতু কালভার্ট পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের পরিচালক (যুগ্ন সচিব),মোঃ শফিকুল ইসলাম।
গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার ফতেহপুর ইউনিয়নে ফতেপুর-এয়ারপোর্ট রাস্তা হতে মহিষখেড় স:প্রা: বিদ্যালয় গামী রাস্তায় বড়ছড়া খালের উপর নবনির্মিত ব্রীজ, ডৌবাড়ী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা গঙ্গা রাম দাসের বাড়ি হতে কামাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী রাস্তায় তেলী খালের উপর নবনির্মিত ব্রীজ।
পূর্ব আলীরগাঁও ইউনিয়নে সারি গোয়াইনঘাট রাস্তা হতে বল্লা কুটেরঘাট রাস্তায় বড়ভাংগার উপর নবনির্মিত ব্রীজ এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে হাতিরপাড়া মানিকগঞ্জ রাস্তা হইতে চিতামইন গামী রাস্তায় ভাংগার উপর নবনির্মিত ব্রীজ পরিদর্শন করেন।
গোয়াইনঘাট উপজেলার ৪ টি সেতু কালভার্ট পরিদর্শনের বিষয়ে তিনি বলেন কাজ অত্যন্ত সন্তোষজনক হয়েছে। সেতুর উভয় পার্শ্ব দ্রুত মাটি দিয়ে ভরাটের পরামর্শ দেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ মি: দৈর্ঘ্য পর্যন্ত সেতু কালভার্ট নির্মাণ প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস বুলবুল,
সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার।