নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশের ন্যায় সিলেটেও প্রতিদিন অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে মহানগর পুলিশ।
অপারেশন ডেভিল হান্টে’র অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ জন এবং সেচ্ছাসেবকলীগের ১জন ও আওয়ামী লীগের ১জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জৈন্তাপুর কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ (৩১),
সিলেট নগরীর বাগবাড়ির মৃত মো. জুয়েল আহমদের ছেলে ছাত্রলীগ কর্মী মো. সোহাগ (২৮),
শাহপরাণ থানাধীন ধনকান্দি গ্রামের মৃত সুশীল বিশ্বাসের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য ইন্দ্রজিৎ বিশ্বাস (২৮),
মহানগরীর ২৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান (৫৪),
খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী বাদশাহ মিয়া (৫০)
ও জকিগঞ্জের হাতিডহর গ্রামের আবদুল লতিফের ছেলে জুয়েল আহমদ (২৬)
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারী) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।