চ্যাম্পিয়ন্স ট্রফি: ‘পাকিস্তান’ লেখা জার্সি পরেই খেলবে ভারত

সুরমা টাইমস ডেস্ক :

আর মাত্র একদিন পরেই পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। তবে মাঠের লড়াই নিয়ে নয় বরং এবারের আসর শুরুর আগে থেকেই বেশি আলোচনায় ভারত-পাকিস্তান দ্বন্দ্ব।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত, যার জন্য হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে টুর্নামেন্টটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের ম্যাচগুলো খেলবে আরব আমিরাতের মাঠে।

পাকিস্তান খেলতে যেতে হবে না। এরই মধ্যে নতুন আরেক আবদার করে বসে ভারত, জার্সিতেও তারা পাকিস্তানের নাম রাখবে না।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

 

গত সোমবার উন্মোচিত ভারতের জার্সিতে দেখা গেছে, আয়োজক পাকিস্তানের নাম। মানে রোহিত-কোহলিরা পাকিস্তানের নামসংবলিত জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন।

নবনিযুক্ত বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া নিশ্চিত করেছেন যে, বোর্ড আইসিসির নিয়ম মেনে চলবে। ফলে, ভারত আইসিসির ইউনিফর্ম-সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেনি।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আগামী ১৯শে ফেব্রুয়ারি শুরু হবে এবং এটি দুটি দেশ জুড়ে চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

মৌসুমের প্রথম আইসিসি ইভেন্টের আগে, বিসিসিআই ভারতীয় দলের ফটোশুটের ছবি প্রকাশ করেছে, যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন জার্সিতে পোজ দিয়েছেন।

নতুন জার্সির বিশেষ আকর্ষণ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ডিং এবং ডান কোণে আয়োজক দেশ পাকিস্তানের নাম মুদ্রিত থাকা।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও সব দল ভারত ২০২১ লেখা জার্সি পরেই খেলেছে।

এবার ভারত আরব আমিরাতে ম্যাচ খেললেও আয়োজক তো পাকিস্তানই। তাই ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকা না–থাকা নিয়ে আলোচনায় ক্ষুব্ধ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে শেষ পর্যন্ত ভারতের জার্সিতে পাকিস্তান থাকছেই।

এবারের আসরে ভারত ও পাকিস্তান খেলবে ‘গ্রুপ-বি’তে। আগামী ২০শে ফেব্রুয়ারি ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। এই গ্রুপের আরেকটি দল নিউজিল্যান্ড।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।