গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মাদকসহ র‌্যাবের হাতে আটক খালেদ

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেটের গোয়াইনঘাট থানা এলাকা থেকে ২৮২ বোতল ভারতীয় মদসহ মো. খালেদ আহমেদ (২৯) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গত রবিবার (২০শে এপ্রিল) দিবাগত রাতে গোয়াইনঘাট থানাধীন সিলেট-তামাবিল হাইওয়ে সড়কের বাঘেরপাড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র‌্যাব-৯।

 

আটককৃত খালেদ সিলেটের গোয়াইনঘাট থানার ৫নং আলীরগাঁও ইউনিয়নের খাগড়া এলাকার মো. আতাউর রহমানের ছেলে।

 

বিষয়টি গত সোমবার (২১শে এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।