যুবদল নেতা আব্দুল বাছিতের চাচার মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

সুরমা টাইমস ডেস্ক:

সিলেট জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক আব্দুল বাছিতের চাচা সিলেট নগরের ঐতিহ্যবাহী নয়াসড়ক জামে মসজিদের সাবেক খতিব ও জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানিঘাট মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক মোবারকপুরী হুজুর গত রাত ৩ ঘটিকায় নগরীর নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল ।

গতকাল ৫ই ফেব্রুয়ারি ২০২৫ গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, যুবদল নেতা আব্দুল বাছিতের চাচা একজন একজন ইসলামী ব্যক্তিত্ব দ্বীনদার ও বহুমুখী প্রতিভার অধিকারী পরহেযগার ব্যক্তি ছিলেন।

পরোপকারি ব্যক্তিত্ব হিসেবে তিনি আত্মীয় স্বজন ও প্রতিবেশীর কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র পাশাপাশি তিনি একাধারে খ্যাতিমান আলেম, শায়খুল হাদিস, ইমাম, খতিব ও সংগঠক।

 

গবেষণা-লেখালেখিতেও তিনি সমান পারঙ্গম। তিনি অত্যন্ত সদাচারী, প্রেরণাদাতা এবং সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন ।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত, পরকালে জান্নাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।