Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

ফালাহ উদ্দিন আলী আহমদকে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেটের অভিনন্দন

স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেটের যুগ্ম আহবায়ক ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ এফবিসিসিআই (FBCCI) এর পরিচালক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেটের আহবায়ক অধ্যাপক মোঃ জাকির হোসেন ও সদস্য সচিব মুসফিক চৌধুরী সহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ তাকে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক হিসেবে ফালাহ উদ্দিন আলী আহমদ সিলেট তথা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। এখন তিনি বড় পরিবেশে কাজ করার আরও বেশি সুযোগ পাবেন। তিনি অতীতের মতোই সিলেটের ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করবেন। নেতৃবৃন্দ তার সফলতা কামনা করেন।

—প্রেস বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।