নবীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ
নবীগঞ্জে  বঙ্গবন্ধু  ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলা ৩১ জুলাই সোমবার দুপুরে অনুষ্টিত হয়েছে।  খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বঙ্গবন্ধু  ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলায় বঙ্গবন্ধু কাপে চ্যাম্পিয়ান হয়  বাঁশডর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল এবং  রানারর্সআপ হয় পৌরসভার  কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয । আর বঙ্গমাতা কাপে চ্যাম্পিয়ান দল হরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রানারর্সআপ দল ছোট শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
সমাপনী  দিনে পুরস্কার বিতরন অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার। প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার পরিচালনায়  এ সময়  উপস্হিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিল্লুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার  মোশাহিদ মিয়া,প্রধান শিক্ষক আলী আমজদ মিলন,অশেষ দাশ, প্রভাত ভূষন রায়,গীতেন্দ্র দাশ,প্রজেশ রায়,জাহাঙ্গীর বখত চৌধুরী,লিটন দাশ,লিটন দেবনাথ,তপন জ্যোতি দাশ,সুবিনয় দাশ,সমীরন দে,দীপা আক্তার, সহকারী শিক্ষক সমাজের সভাপতি হরিপদ দাশ,সাধারন সম্পাদক আব্দুল মজিদ,সাংগঠনিক সম্পাদক পলাশ রতন দাশ,তোফাজ্জল হক,বিপ্লব দাশ,সুমেষ চন্দ্র দাশ আমিনুল হক,আব্দুস সহীদ,দীপক দাশ,আশীষ দাশ,কলি চক্রবর্ত্তী,হাসনানখামন,জবা রানী দাশ শুভ্রা পালসহ বিভিন্ন বিদয়ালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ । খেলার ধারাভাষ্য ছিলেন মোঃ আব্দুল মজিদ ও সুমেষ চন্দ্র দাশ।  বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বালকদের মোট ১৪ টি এবং বালিকাদের মোট ১৪ টি দল অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।