নবীগঞ্জ উপজেলার মুরাদপুরে ঠাকুর অনুকুল চন্দের ১৩৫ তম জন্মোৎস উপলক্ষ্যে আঞ্চলিক অধিবেশন

নবীগঞ্জ প্রতিনিধিঃ

 

নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে শিক্ষক হরিচরন ধাম ও পুত্র শিক্ষক সঞ্জয় ধামের উদ্যোগে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্মোৎসব উপলক্ষ্যে গত ৪ ঠা মার্চ শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে আঞ্চলিক অধিবেশন অনুষ্টিত হয়।

 

অনুষ্টানের মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,নগর পরিক্রমা,লীলা কীর্তন, ধর্মীয় আলোচনা সভা,নৃত্য,সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরন। দুপুরে লীলাকীর্তন পরিবেশন করেন,এসপিআর বিশ্বজিত ভট্টাচার্য্য। বিকালে সৎসঙ্গ ও শ্রী শ্রী ঠাকুরের জীবনদর্শনের উপে আলোচনা সভা অনুষ্টিত হয়।

 

 

এসপিআর নিরঞ্জন চন্দ নেপালের সভাপতিত্বে এবং নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সিলেট শ্রীহট্ট সৎসঙ্গ বিহারের সাবেক অধ্যক্ষ এসপি আর রামকৃষ্ণ ভট্টাচার্য্য।

 

বিশেষ বক্তা ছিলেন,সিলেট সৎসঙ্গ বিহারের ইনচার্জ অধ্যাপক আশোতোষ দাশ, এসপি আর মধুসুদন সরকার। এতে বক্তব্য রাখনে, সস্ত্যয়নী নিরোদ কর,উপজেলা সৎসঙ্গের সাবেক সাধারন সম্পাদক রশময শীল, স্বাগত বক্তব্য রাখেন,শিক্ষক সঞ্জয় কুমার ধাম।

 

এ সময় উপস্থিত ছিলেন,যাজক কর্মী বরুন সরকার, সস্ত্যয়নী মৃম্ময় কান্তি দাশ বিজন,সস্ত্যয়নী বিধু ভুষন গোপ,তাপস বনিক,শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর, সৎসঙ্গের যুগ্ম সম্পাদক অঞ্জন পুরকায়াস্থ, শিক্ষক সুব্রত দাশ, শিক্ষক হরিপদ দাশ, নারায়ন সরকার,শংকর চন্দ্র গোপ,দিব্কর রায়, সজল চন্দ্র দেব,শংকর শীল, গোপেন শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্টানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।