বর্তমান সরকারের আমলে এদেশে যার যার ধর্ম সবাই স্বাধীনভাবে পালন করছেন- নবীগঞ্জে রামকৃষ্ণ মিশনে এমপি মিলাদ গাজী

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ
 হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, বর্তমান সরকারের আমলে এদেশে যার যার ধর্ম সবাই স্বাধীনভাবে পালন করছেন। তাই উন্নয়নের অগ্রযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে  একযোগে কাজ করতে হবে।
তিনি গত ৪ ঠা মার্চ শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সংঘের উদ্যোগে ভগবান শ্রীশ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮ তম জন্মোৎসব উপলক্ষ্যে ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা রামকৃষ্ণ সংঘের সভাপতি অধ্যাপক যতিন্দ্র দাশ সামন্তের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক উৎপল চৌধুরী পান্নার পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন,হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বেদময়ানন্দময়ী মহারাজ।
এতে  বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন,উপজেলা রামকৃষ্ণ সংঘের সহ সভাপতি সুধা রঞ্জন দাশ,সহ সভাপতি পীযূষ কান্তি ঘোষ রানা,সহ সভাপতি অশোক তরু দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,
শিক্ষক হরেকৃষ্ণ দাশ,গোপেশ চন্দ্র দাশ প্রমূখ । অনুষ্টানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, যুবরাজ কর, উপজেলা রামকৃষ্ণ সংঘের সদস্য অবঃ শিক্ষক রনেন্দ্র কুমার রায়, শিক্ষক প্রজেশ রায় নিতন,নানু দাশ,উত্তম কুমার রায়,বাবলু দাশ, সহ অন্যান্য নের্তৃবৃন্দ।  ২ দিন ব্যাপী অনুষ্টানমালার মধ্যে ছিল, শুক্রবার বিকালে সারদা সংঘের সভাপতি শিক্ষক সবিতা রায়ের পাঠ ও ভজনগীতি।

 

শনিবার সকালে ছিল পুজা,কথামৃত পাঠ,লীলা কীর্তন,প্রসাদ বিতরন। রাতে চ্যানেল এস শিল্পী বিন্দু সুত্রধরের পরিচালনায় সংগীতানুষ্টানে গান পরিবেশন করেন বিভিন্ন  শিল্পীবৃন্দ। এতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।