নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্টে আ.লীগ নেতা ছালেহ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

 

নবীগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ছালেহ আহমেদ চৌধুরী (৫৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ছালেহ আহমেদ চৌধুরী ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা নদীর উত্তর পাড় গ্রামের আব্দুর রকিব চৌধুরীর ছেলে এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেট কার পুড়িয়ে নাশকতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে ছালেহ আহমেদ চৌধুরীর সংশ্লিষ্টতার প্রমাণ মেলে।

 

গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অনিক পালের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার ঘোলডুবা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গজনাইপুর এলাকায় প্রাইভেট কার পুড়িয়ে নাশকতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে ছালেহ আহমেদ চৌধুরীর সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।