সুরমা টাইমস ডেস্ক :
সিলেট নগরীর বন্দরবাজার বন্দরবাজারস্থ সিটি সুপার মার্কেটের সামন থেকে ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
গত সোমবার (২৪শে মার্চ) বিকালে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বিষয়টি গতকাল মঙ্গলবার সকালে নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- সিলেটের শাহপরান থানার টিকরীপাড়া (উত্তর পাড়া) এলাকার মো. শফিক মিয়ার ছেলে মো. আইন উদ্দিন (২৬), শাহপরান থানার হাতুড়া (৯ নং ওয়ার্ড) এলাকার বোরহান উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২২) ও সিলেটের দক্ষিণ সুরমা থানার লাউয়াই এলাকার শমসু মিয়ার ছেলে জামিল আহমদ (২২)।
পুলিশ জানায়, বন্দরবাজার সিটি সুপার মার্কেট এর সামনে সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে তাদের আটক করা হয়। পরে পর্যালোচনায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাই মামলা পাওয়া যায়।