শহীদ আবু সাঈদের পরিবারকে সেনা প্রধানের আর্থিক সহায়তা প্রদান

সুরমা টাইমস ডেস্ক :

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এর বাবাকে আর্থিক সহায়তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল এই সহায়তা হস্তান্তর করা হয় বলে সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়।

গত বছরের ১৬ই জুলাই রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ।

 

গত ১০ই ডিসেম্বর শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে ঢাকা সিএমএইচ-এ আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।

 

গত রোববার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে মকবুল হোসেনও অংশ নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।