সুরমা টাইমস ডেস্ক :
স্বাধীনতা দিবস উপলক্ষে ’বিএনপি পরিবার সিলেট’র উদ্যোগে নগরীতে মিছিল হয়েছে। বুধরাত মধ্যরাতে মিরাবাজার থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হন তারা।
আবুল কালামের সভাপতিত্বে ও আমিনুর রহমান-জাকারিয়া হোসেনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিদ্দেক আলী, আব্দুল হান্নান, মামুন আহমদ, দেওয়ান নিজাম, দেওয়ান কামরান, মিসবাহ আহমদসহ অসংখ্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও ইতোপূর্বে জাতি স্বাধীতার স্বাদ আস্বাধন করতে পারেনি।
নিকট অতীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন লাল-সবুজের পতাকাকে সমুন্নত রাখতে তরুণ ও যুবসমাজকে জাতীয়তাবাদী দলের ছায়াতলে আসার আহবান জানান বক্তারা।