শেষ হলো ভারত-বাংলাদেশ যৌথ বাংলা মুভি ‘মামুনের চিঠি’র শুটিং

সুরমা টাইমস ডেস্ক :

ইন্দো বাংলা আঞ্চলিক ভাষায় যৌথ বাংলা মুভি “মামুনের চিঠি” র শ্যুটিং সম্পন্ন।এই মুভির শ্যুটিং ভারতের আসাম,ত্রিপুরা ও মেঘালয়ে এবং বাংলাদেশের সিলেটের বিভিন্ন লোকেশনে হয় এটির শ্যুটিং।

এতে বাংলাদেশ ও ভারতের শতাধিক শিল্পী অংশ নেয়।এর মুল চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ সিনহা টিটু ও গৌতমী মিশ্রা।

মুভির গল্পটি মুলত প্রাচীনকালের চিঠির বিনিময়ে যে প্রেমের মিষ্টতা ছিলো সেটিই ফুটে উঠেছে।তাছাড়া গল্পের দুই দেশের মানুষের মধ্যে যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার মনোভাব তা ফুটে উঠে গল্পের বিভিন্ন চিত্রে।

ছবিটির পরিচালক যৌথভাবে সিদ্ধার্থ সিনহা টিটু,সোহেল আহমেদ।বাংলাদেশের শ্যুটিংয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিটন সিংহ রাজ।

এই মুভিতে যে দুটি গান রয়েছে তাতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী তোশিবা বেগম,শোভন দলপতি, লাভলী সিংহ এবং রিজভী সিনহা।

ছবির প্রথম গান মুক্তি পাবে আগামী ৩১শে মার্চ ২০২৫ ইং সিদ্ধার্থ সিনহা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।

পুরো মুভিটি মুভিটি মুক্তি পাবে বছরের শেষের দিকে যা দেখা যাবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।