বিএনপির আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র স্বাগত মিছিল

সুরমা টাইমস ডেস্ক :

নবগঠিত সিলেট কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে নগরীতে স্বাগত মিছিল বের করেছে কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।

গতকাল বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে স্বাগত মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই কমিটি জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করবে এবং জনতার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেনি।

 

নবগঠিত কমিটি গণতন্ত্রের মুক্তির আন্দোলনে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবে। দেশের জনগণ বিএনপির প্রতি আস্থাশীল। আমরা যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করব। বিএনপির নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

 

১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না’র সভাপতিত্বে ও ১৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুনিম, ১৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহীন আহমেদ, ১৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ খান,

১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, ১৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিদ,

১৫ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি নিজাম উদ্দিন বাবুল, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ মুরাদ, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল,

১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ১০ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমেদ,

৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স, ১৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সুদীপ বাবলু, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ পাভেল, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ।

 

অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমেদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক মতিউর রহমান আফজাল, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক জামিল আহমেদ, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুবের আহমেদ রিপন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।