সিলেটের ব্যান্ড তারকা সন্দ্বিপ বণিক আর নেই

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটের জননন্দিত ও জনপ্রিয় ‌‌ব্যান্ড ‘টাফ বয়েজ’—এর ভোকাল সন্দ্বিপ বণিক (৫৩) আর নেই। তিনি আজ (৪ঠা মার্চ) শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে সিলেট নগরের শেখঘাট টিকরপাড়াস্থ শুভেচ্ছা ২৫৭ নং বাসায় না ফেরার দেশে পাড়ি জমান।

এ তথ্য নিশ্চিত করেছেন রক স্টার জাহিদ মাসুদ। সন্দ্বিপ বণিক—এর অকাল প্রয়াণে সিলেটের সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া বিরাজ করছে।

তাকে শেষবারের মতো একনজর দেখতে তার বাসায় অসংখ্য ভক্ত, স্বজন ও শুভানুধ্যায়ীরা ভিড় করেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে সন্তান রেখে গেছেন। সন্দ্বিপ বণিক সারাজীবন ব্যান্ড সঙ্গীত নিয়েই কাটিয়েছেন।

 

‘অজানা পথে মোরা চলেছি দু’জন, জানি না এই পথ ফুরাবে কখনসহ’ অসংখ্য গানের শিল্পী সন্দ্বিপ বণিকের শেষকৃত্য আগামীকাল রবিবার (৫ই মার্চ) সিলেট নগরের চালিবন্দর মহাশ্বশানঘাটে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।