সুরমা টাইমস ডেস্ক:
বাংলাদেশের সকল সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ও খাদিমের চাকুরী জাতীয় করণের দাবীতে সহকারী শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক অনুষ্ঠিত করেছেন বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
গত শুক্রবার বিকাল ৪টায় অন্তর্বর্তীকালীন সরকারের সহকারী শিক্ষা উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর ড এম আমিনুল ইসলামের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা খুব গুরুত্বের সাথে ইমাম নেৃবৃন্দের বক্তব্য ও দাবী দাওয়ার কথা শুনেন ও সাধ্যমত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।
বাসক ইমু ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি দেশের সাড়ে তিন শত সরকারি কলেজ জামে মসজিদের সাড়ে পাঁচ শত ইমাম মুয়াজ্জিন ও খাদিমের চাকুরী জাতীয় করণের বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
ইমাম নেতৃবৃন্দ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা কার্যকর ভুমিকা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে শাবিপ্রবির প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারারসহ আরো বহু সিনিয়র কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম ও বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন এবং সাবেক জেলা শাখার সভাপতি শাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের খতীব ও পেশ ইমাম মাওলানা
মুতীউর রহমানের যৌথ আয়োজনে সভায় সিলেটের শীর্ষ ইমাম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জেলা শাখার সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন ভুইঁয়া, জেলা শাখার অর্থ সম্পাদক হাফিজ মাওলানা আকমল হোসাইন, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতী আবদুর রহমান শাহজাহান, মাওলানা মাছুম আহমদ, হাজী কুদরাত উল্লাহ জামে মসজিদে পেশ ইমাম ও খতীব, সৌদী রাজকীয় দূতাবাসের দায়ী শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী,
সিলেট কৃষিবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতীব ও পেশ ইমাম মাওলানা হারুনুর রশীদ,বিশিষ্ট লেখক গবেষক মাওলানা শামসীর হারুন রশীদ, এমসি কলেজ জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা এম কে আনছার, সরকারি ভোকেশনাল কলেজ মসজিদের ইমাম মাওলানা কে এম রাহমাত উল্লাহ,
সিলেট আইন মহা বিদ্যালয় কলেজের ইমাম মাওলানা শাব্বির আহমদ, বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা জয়নাল আবেদীন, আলহামরা মসজিদের পেশ ইমাম ও খতীব, মুহাদ্দিস মাওলানা হবীবুল্লাহ, মাওলানা আব্দুল হাফিজ মাসুদ,শাবিপ্রবির শাহপরান হল মসজিদের ইমাম হাফিজ আনোয়ার হোসেন প্রমুখ।