মৃত অজ্ঞাতনামা মহিলার আত্নীয় স্বজনদের সন্ধান চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ

অজ্ঞাতনামা মহিলা বয়স আনুমানিক (৬০) কে, গত ০৪/০৫/২০২৩ইং তারিখ শিপন নামের জনৈক ব্যাক্তি মোবাইল নং-০১৭৭৫-৬১১২৮৪ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে এসে ভর্তি করেন।

 

চিকিৎসাধীন অবস্থায় গত ২৩/০৫/২৩ ইং তারিখ বিকাল ০৪.৪৬ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। হাসপাতালের পুলিশ বক্সের এসআই/জুয়েল চৌধুরী উক্ত অজ্ঞাতনামা মহিলার মৃত দেহ হাসপাতালের হিমাগারে রাখেন।

 

মৃতদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে আছে। উক্ত অজ্ঞাতনামা মহিলার নাম ঠিকানা ও পরিচয় সনাক্ত করণের জন্য পিবিআই বিশেষ টিম তাহার আঙ্গুলের চাপ সংগ্রহণ করেন।

 

কিন্তু তাহার নাম ঠিকানা ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নাই। এমতাবস্থায় উক্ত অজ্ঞাতনামা মহিলা বয়স অনুমান (৬০)’কে কেহ চিনে থাকিলে তাহার আত্নীয় স্বজনকে কোতোয়ালী মডেল থানা, এসএমপি,সিলেটে (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩, এসআই(নিঃ)/আজিজুল হক ০১৭৫৯-৫৭৭৬০২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

 

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।