সুরমা টাইমস ডেস্ক :
সিলেটের বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্র্ময় সিংহ মজুমদার চন্দন বলেছেন, যে যুব সমাজের প্রতি স্বামী বিবেকানন্দের এতো আস্থা-বিশ্বাস, তা কাজে লাগাতে হবে।
তিনি শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় নগরীর মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউড় আখড়ায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখা এবং জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
লেখক বিনয় ভূষণ তালুকদার ও অধ্যাপক কানন কান্তি দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, শাবিপ্রবির ইংরেজী বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নিবারণ চন্দ্র দাস, পূবালী ব্যাংকের প্রাক্তন ডিএম দিলীপ কুমার পাল, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর প্রমুখ।
সভায় বৈদিকমন্ত্র পাঠ করেন প্রিতম রায় প্রণয়, গীতা পাঠ করে রাজশ্রী রায় অধরা।
সভায় আগামী দিনের কর্মপন্থা নিয়ে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা সেনেটারী ইন্সপেক্টর বেনু ভূষণ দাশ, এডভোকেট ফণী ভূষণ সরকার, এডভোকেট বিশ্বনাথ ঘোষ, অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, ব্যাংকার দীপক কুমার দাস, অধ্যাপক অঞ্জন সরকার, সঙ্গীত শিল্পী প্রদীপ কুমার দে, সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা সুযোগ চন্দ্র চন্দ, শাবিপ্রবির সহকারি রেজিষ্ট্রার অসিত কুমার সূত্রধর, এনজিও কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, সুনামগঞ্জ জেলা সম্পাদক মুক্তিপদ রায়, প্রচার সম্পাদক সঞ্জিত ভট্টাচার্য্য প্রমুখ।
সভায় সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজকে প্রধান উপদেষ্টা, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, অব. অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, অব. অধ্যক্ষ পরিমল কান্তি দে, অব. প্রফেসর অরুণ চন্দ্র পাল, ড. তুলসি কুমার দাস, প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, সমাজসেবী রতন মনি মোহান্ত, প্রফেসর কৃত্তিবাস পাল, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বাস সমর, অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাসকে উপদেষ্টা মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় উপদেষ্টা কমিটি এবং ডিএসআই বেনু ভূষণ দাশকে সভাপতি, অধ্যাপক কানন কান্তি দাসকে সাধারণ সম্পাদক, অধ্যাপক ইন্দ্রজিৎ রায়কে সাংগঠনিক সম্পাদক,
নরেশ চন্দ্র রায় কোষাধ্যক্ষ মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সিলেট জেলা কমিটির প্রধান উপদেষ্টা শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, সমাজসেবী শিবব্রত ভৌমিক চন্দন, এডভোকেট সন্তু দাস, অব. ব্যাংকার দিলীপ কুমার পাল, উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, শিক্ষক স্বপন চক্রবর্তী, জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত, সঙ্গীত শিল্পী সুবিনয় রায়, ব্যবসায়ী সুব্রত ধর বাপ্পী, সুব্রত কুমার বর্ধন পার্থকে উপদেষ্টা মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা উপদেষ্টা কমিটি এবং এডভোকেট ফণী ভূষণ সরকারকে সভাপতি,
বিনয় ভূষণ তালুকদারকে সাধারণ সম্পাদক, ব্যাংকার দ্বীপক কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক, হারাধন দেব প্রভাষকে কোষাধ্যক্ষ মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা কার্যকরি কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে প্রথম পর্বে বেনু ভূষণ দাশের সভাপতিত্বে এবং বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় সম্প্রতি বিলুপ্তকৃত বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অধ্যাপক ইন্দ্রজিৎ রায়।
সভায় সকল বিভেদ ভুলে বিবেকানন্দ অনুরাগী সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। শেষে সকলকে জলযোগে আপ্যায়িত করা হয়।