ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সিলামে বিক্ষোভ মিছিল
সুরমা টাইমস ডেস্কঃ
ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনি মুসলিম নারী শিশু সহ সর্বস্তরের মুসলমানদের উপর নির্বিচারে বোমা ও গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে সিলাম এলাকার সর্বস্তরের মুসল্লিদের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সিলাম চকের বাজার শাহী ঈদগাহ ময়দান থেকে অনুষ্ঠিত হয়। মিছিলটি সিলাম চকের বাজার থেকে নিজ সিলাম পয়েন্ট পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য কামনা করে দোয়ার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলাম শাহ তৈয়ব ছয়লানী র. জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম, সিলাম জামেয়া কুরআনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন। সিলাম পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নজরুল ইসলাম প্রোগ্রাম পরিচালনা কমিটির পক্ষথেকে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃইয়াসিন আহমদ ফাহিম।
কারী আবু তালেব মুর্শেদ ও খুরশিদ আলম মুন্নার যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শফিকুল হক,সিলাম এলাকার বিশিষ্ট মুরব্বি মো: ফজলু মিয়া, আলহাজ্ব সজ্জাদ মিয়া, মো: মিসবাহ উদ্দিন, মোঃ জামাল উদ্দিন, মো: রুহেল খন্দকার, হাজী তাজরুল ইসলাম তাজুল, হাজী এম আবু সাঈদ জুবেরী ছাদ, আলী আহমদ, মনিরুল ইসলাম তুরন, মাহবুব হাসান রিংকু, আজফর আলী, আলতা মিয়া, আলিমুদ্দিন প্রমুখ।