জনৈক মোঃ হাবিবুর রহমান (৬৩) পিতা- মৃত ছফর আলী, মাতা- মোছাঃ মিরজান, সাং- শীলডোয়ার, পুরান শাসপুর, পোঃ- চিনাকান্দি, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- ইলেকটিক সাপ্লাই, রায় হোসেন জামাল সরকারের কলোনী, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট পেশায় একজন রিক্সা চালক।
তিনি ১০/০৪/২০২৩খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা পয়েন্টস্থ ট্রাস্ট ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে জাল টাকা ব্যবসায়ী তাজিল মিয়া (৫৫) রিক্সা হইতে নামিয়া রিক্সা চালক জনৈক মোঃ হাবিবুর রহমান (৬৩)’কে ২০/- টাকা ভাড়া রাখার জন্য ১০০/- টাকার ০১টি নোট প্রদান করে। পরবর্তীতে তিনি তাহাকে ৮০/- টাকা প্রদান করেন। অতঃপর তাজিল মিয়া (৫৫), রিক্সা চালক জনৈক মোঃ হাবিবুর রহমান (৬৩) এর নিকট ০৩টি ১০০/- টাকার পুরাতন নোট দেখিয়া তাজিল মিয়া (৫৫) রিক্সা চালক এর নিকট হতে নোট নিয়া তাহার নিকট থাকা নতুন ১০০/- টাকা মূল্যমানের ০৩টি নোট প্রদান করে।
উক্ত নোট গুলো দেখিয়া জাল বলিয়া রিক্সা চালকের সন্দেহ হইলে তিনি উপস্থিত লোকজনদের সহায়তায় তাহাকে আটক করেন। পরবর্তীতে হযরত শাহজালাল (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্র এর ইনচার্জ এসআই/কাজী জামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ তাৎক্ষনিক তথায় উপস্থিত হইয়া জাল টাকা ব্যবসায়ী তাজিল মিয়া (৫৫)কে নিজ হেফাজতে গ্রহণ করেন এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত তাজিল মিয়া (৫৫) এর হেফাজত হইতে ১০০/- টাকা মূল্যমানের ০৪টি কথিত জাল নোট সহ জাল নোট বিক্রয়লব্দ বিভিন্ন নোটের ১৫০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন।
উক্ত ঘটনায় মোঃ হাবিবুর রহমান (৬৩) পিতা- মৃত ছফর আলী, মাতা- মোছাঃ মিরজান, সাং- শীলডোয়ার, পুরান শাসপুর, পোঃ- চিনাকান্দি, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- ইলেকটিক সাপ্লাই, রায় হোসেন জামাল সরকারের কলোনী, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট বাদী হইয়া
১। তাজিল মিয়া (৫৫) পিতা- মৃত ফারুক মিয়া, মাতা- হাওয়ারুন, সাং- জলালপুর, পোঃ- মনেরমুখ, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেট, বর্তমানে- ধনুকান্দি লালখাটঙ্গী (হযরত শাহপরান (র:) মাজারের পাশে) মিজান লন্ডনীর বাড়ী, থানা- শাহপরান (র:), জেলা- সিলেট এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৪, তারিখ-১১/০৪/২০২৩খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫A রুজু করা হয়। উক্ত মামলায় ধৃত আসামীদ্বকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।
— বিজ্ঞপ্তি ।।