সামরিক বাহিনীর ৮ স্থাপনার নাম পরিবর্তন, পাল্টাচ্ছে আরও ১৬টির

সুরমা টাইমস ডেস্ক :

ক্ষমতাচ্যুত পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সামরিক বাহিনীর আটটি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

এর মধ্যে নৌবাহিনীর তিনটি, বিমানবাহিনীর তিনটি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনা রয়েছে।

গতকাল রোববার (৯ই মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়- বাংলাদেশ নৌবাহিনীর ৩টি, বাংলাদেশ বিমানবাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ১টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টিসহ সর্বমোট ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে প্রস্তাবিত নতুন নাম প্রতিরক্ষা উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) অনুমোদনের প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নিম্নোক্ত সংস্থা,

প্রতিষ্ঠান এবং স্থাপনার বর্তমান নাম বাতিলপূর্বক পরিবর্তিত নামে নামকরণ করা হলো

যে ৮টি স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে, সেগুলো হলো-

১. চট্টগ্রাম নিউ মুরিংয়ের বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ।

২. ঢাকার খিলক্ষেত নামাপাড়ায় বানৌজা শেখ মুজিবের নাম পরিবর্তন করে বানৌজা ঢাকা।

৩. কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানৌজা পেকুয়া।

৪. ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি, বঙ্গবন্ধু–এর নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার।

৫. ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমানবাহিনীর বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের নাম পরিবর্তন করে বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার।

৬. যশোরের বিএএফ একাডেমিতে বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএএফএ কমপ্লেক্স।

৭. ঢাকার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ডিএসসিএসসি কমপ্লেক্স।

৮. ঢাকার শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্সে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে প্রতিরক্ষা জাদুঘর করা হয়েছে।

এদিকে সেনাবাহিনীর ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের জন্য প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে বলে তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

১. টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম হবে যমুনা সেনানিবাস।

২. কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নতুন নাম হবে মিঠামইন সেনানিবাস।

৩. বরিশালের লেবুখালীর শেখ হাসিনা সেনানিবাসের নতুন নাম হবে বরিশাল সেনানিবাস।

৪. শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের নতুন নাম হবে পদ্মা সেনানিবাস।

৫. চট্টগ্রামের ভাটিয়ারিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স করার প্রস্তাব দেওয়া হয়েছে।

৬.চট্টগ্রামের হালিশহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের (কমপ্লেক্স-১ এবং কমপ্লেক্স-২) নাম বদলে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল রাখার প্রস্তাব করা হয়েছে।

৭. কক্সবাজারের রামু সেনানিবাসের মুজিব রেজিমেন্ট আর্টিলারির নতুন নাম হবে ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি।

৮. ঢাকার বিজয় সরণিতে অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নতুন নাম হবে বাংলাদেশ সামরিক জাদুঘর।

৯. শরীয়তপুরের জাজিরায় বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্মের নাম কম্পোজিট মিলিটারি ফার্ম করার প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়।

১০. ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু জাদুঘরের নাম স্বাধীনতা জাদুঘর হবে।

১১. টাঙ্গাইলের ভূঞাপুরের বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন নাম হবে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

১২. নারায়ণগঞ্জের জলসিঁড়িতে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম বদলে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ করার প্রস্তাব রাখা হয়েছে।

১৩. শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে।

১৪. বরিশালের লেবুখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম হবে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ।

১৫. চট্টগ্রাম সেনানিবাসের শেখ কামাল কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স রাখা হচ্ছে।

১৬. চট্টগ্রামের হালিশহরের মুজিব ব্যাটারি সড়কের নাম হবে গোলন্দাজ সড়ক।

প্রবল গণআন্দোলনের মুখে গতবছরের ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।