হোটেল শ্রমিক নেতা আবুল কালাম আজাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবুল কালাম আজাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সিলেট নগরীর মাহমুদ শাহ শপিং সেন্টারে সংগঠনের জেলা কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সফর আলী খানের পরিচালনায়,
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস. এম. নুরুল হুদা সালেহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল মিষ্টি, বেকারী এন্ড চাইনিজ রেষ্টরেন্ট শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট ০০৭ এর সাধারণ সম্পাদক মো: কামাল আহমদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নুরুল ইসলাম মকবুল।
আরোও বক্তব্য রাখেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: জমির আলী, মহানগরের উপদেষ্টা মো: কামাল মিয়া, মহানগর শাখার সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোজ্জামেল হক, মহানগর কমিটির সহ সভাপতি আনোয়ার আলম মুজিব, দক্ষিণ সুরমান থানা কমিটির সাধারণ সম্পাদক সগার বিশ্বাস, গোলাপগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক মো: কালাম মিয়া, জালালাবাদ থানা কমিটির সভাপতি মো: আব্দুল বাছিত,

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো: রাজান আহমদ, সিরিন মিয়া, দবির মিয়া, রবিন, মো: মতিন মিয়া, কালাম, এবাদুল্লাহ, ফয়সল আহমদ , ছালেহ আহমদ, আলাউর হোসাইন, মো: মারুফ আহমদ, মো: সজিব, মো: আব্দুল মানিক, সালমান, শহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তালতলা জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ ফয়সল আহমদ।
স্মরণ সভায় বক্তরা বলেন, আবুল কালাম আজাদ সব সময় শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের নিরলস ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন আপোষহীন শ্রমিক নেতা। তার আদর্শ ও নীতি অনুস্মরণ করে বর্তমানে শ্রমিকদের বকেয়া পাওনা বেতন-ভাতাদি কিছুটা হলেও বাস্তবায়ন করা হয়েছে। বক্তারা হোটেল সেক্টরে নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও তা কার্যকরের জন্য স্মরণ সভা থেকে দাবি জানানো হয়।

 

=বিজ্ঞপ্তি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।