সিলেটে ভারতীয় শাড়ি-চিনির চালানসহ তিন চোরাকারবারি আটক

সুরমা টাইমস ডেস্কঃ

 

যাত্রীবাহী বাসে করে ঢাকায় পাচারকালে ভারতীয় শাড়ি ও চিনির একটি চালান জব্দ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এসময় তিন চোরাকারবারিকে আটককেও আটক করা হয়। গতকাল বুধবার (২৪শে মে) ভোরে এসআই মো. শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কোম্পানীগঞ্জ

উপজেলার টুকেরবাজারের লিমন পরিবহন নামের বাস থেকে চোরাচালানের পন্যসহ তাদের আটক করে।

জব্দ করা চোরাচালানের পন্যের মধ্যে ৩৪৭ পিস ভারতীয় শাড়ি ও ৫ বস্তা চিনি ছিল। অভিযানকালে চোরাচালানে ব্যবহৃত লিমন পরিবহনের বাসটি জব্দ করা হয়।

 

এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার ইন্সপেক্টর শ্যামল বনিক।

 

চোরাচালানের সাথে জড়িত আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার গোপালনগর গ্রামের নরেন্দ্র রায়ের ছেলে স্বপন রায় (৩৮), নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলাধীন বীরাবর গ্রামের রফিক উদ্দিনের ছেলে বাকির মিয়া (৩০) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন শৈলা গ্রামের মৃত আবু বকরের ছেলে মো. আলম (৩০)।

 

শ্যামল বনিক জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় উদ্ধারকৃত ভারতীয় পণ্য ঢাকায় চোরাই ব্যবসায়ীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ভারত থেকে সংগ্রহ করে নিয়ে তারা যাচ্ছিল ।

এরই পরিপ্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৮, তাং-২৪/০৫/২০২৩খ্রিঃ)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।