সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কর্মীসভা অনুষ্টিত

দ্রুত মজুরি বোর্ড গঠন করে বাজারদরের সাথে সংগতি রেখে হোটেল সেক্টরের শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, মজুরি নির্ধারণ না হওয়া পর্যন্ত ১৫০% মহার্ষ্য ভাতা প্রদান, নিয়োগপত্র,পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, চাকরীর নিরাপত্তা, স্বাস্থ্যকর কর্মপরিবেশ ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে এবং সকল ধরনের হত্যা-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে গতকাল ১৪ মে’২৩ সন্ধা ৭ টায় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা কার্যালয়ে জেলা সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনা কর্মী সভা অনুষ্টিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি এ.কে আজাদ সরকার, আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জালাল মিয়া, তালতলা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া,

 

বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, চন্ডিপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক চুনু মিয়া সাগর সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে মালিক, সরকার ও সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতি আহবান জানান এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।