সিলেটের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি রোববার (৩০ এপ্রিল) সকালে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন ও আবুল মাল আবদুল মুহিতের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. আহমেদ আল-কবির, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ প্রমুখ।
— বিজ্ঞপ্তি ।।