বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্যের হার্টফোর্ড শাখা ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ওয়ালিদ আহমেদ। রবিবার (১৫ মে) বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার সভাপতি তামিম আহমদ ও সাধারণ সম্পাদক নেহাল হাসান সজীব ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
নবগঠিত হার্টফোর্ড শাখা ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি ওয়ালিদ আহমেদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের বাসিন্দা। তিনি নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার উচ্চ বিদ্যালয় ও আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পড়ালেখা করেন। সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওয়ালিদ আহমদ এল এল বি অনার্স (২০১৫) করে উচ্চ শিক্ষার লক্ষ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ হার্ডফোডশায়ার ইউনাইটেড কিংডম হতে গত ফেব্রয়ারীতে এল এল.এম (মাস্টার্স অফ ল’) ডিগ্রি লাভ করেন।
পারিবারিক ভাবে ৩ ভাই ১ বোনের মধ্যে ওয়ালিদ আহমেদ চতুর্থ। রংধনু সমাজ কল্যাণ সংস্থার সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত আছেন।
—বিজ্ঞপ্তি ।।