শিশুকিশোরদের এক অনুপ্রেরণার নাম শেখ রাসেল: ডা. স্বপ্নীল
সুরমা টাইমস ডেস্কঃ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেছেন, ইতিহাসের নিকৃষ্টতম রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেল। মাত্র দশ বছর বয়সে শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়ে ঘাতকেরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। রাসেল আজ বিশ্বের অধিকারবঞ্চিত শিশুদের প্রতীক এবং শিশুকিশোরদের এক অনুপ্রেরণার নাম।
গতকাল বুধবার নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে শেখ রাসেল দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি সৈয়দ মবনু ও ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির কম্পিউটার প্রশিক্ষক মুমিনুল হক।
ইমাম প্রশিক্ষণ একাডেমির মুদ্রাক্ষরিক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কারী রইছ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু বলেন, শেখ রাসেল আজ আমাদের মধ্যে নেই, কিন্তু আছে তার স্মৃতি। বাংলাদেশের সব শিশুর মধ্যে আজও আমরা রাসেলকে খুঁজে ফিরি।