সিলেট জেলা প্রেসক্লাবে “আলোকপটে বঙ্গবন্ধু” এ্যালবাম প্রদান
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব শতবর্ষ) উপলক্ষে সিলেটে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার সংগৃহীত ছবি নিয়ে ফটো সাংবাদিক মামুন হাসান সম্পাদিত ও মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ কর্তৃক প্রকাশিত “আলোকপটে বঙ্গবন্ধু” এ্যালবামের একটি কপি মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এর হাতে তুলে দেন এ্যালবামের সম্পাদক মামুন হাসান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এ ধরনের একটি সমৃদ্ধ ও উন্নতমানের এ্যালবাম প্রকাশ করায় সম্পাদক মামুন হাসান সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি সাইদ চৌধুরী টিপু, সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, অর্থ সম্পাদক আনন্দ সরকার।
—বিজ্ঞপ্তি