গোলাপগঞ্জে ইউপি সদস্যর বাড়িতে দুর্ধর্ষ চুরি

 

গোলাপগঞ্জ প্রতিনিধি:

 

সিলেটের গোলাপগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাঘা ইউপির ১নং ওয়ার্ডের নলোয়াকান্দি গ্রামে ইউপি সদস্য শামিম আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, মঙ্গলবার শশুড়বাড়িতে স্বপরিবারে অবস্থান করছিলেন তার পরিবারের লোকজন। বাড়ি ফাঁকা থাকার সুবাদে ঘরের পিছনের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ষ্টিল আলমিরা, সুকেস তালা ভেঙে তছনছ করে ঘরে থাকা ৫ ভরি সোনা, রোপা, নগদ প্রায় দুই লক্ষ টাকা ও কাপড়সহ মালামাল নিয়ে যায়।

 

এ বিষয়ে ইউপি সদস্য শামিম আহমদ জানান, সকালে আমিও ব্যক্তিগত কাজে বাহিরে থাকায় এ সুযোগে আমার ঘরের পিছনের দরজার তালা ভেঙ্গে নগদ টাকা,স্বর্ণ-রৌপ্য, কাপড় ও বিভিন্ন মারামালসহ প্রায় ৭/৮ লক্ষ টাকা কে বা কারা চুরি করে নিয়ে যায় ।

 

এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই বিকাশ সরকার জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখা দেখছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।