সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনা করে হজরত শাহজালাল (র:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বাদ মাগরিব এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শত শত মানুষের অংশগ্রহণে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ মোঃ মকন মিয়া, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া,
মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব চৌধুরী, সিলেট জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সুরমান আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, মহানগর বিএনপি নেতা সাহেদ আহমদ চমন, রফিকুল বারী রোমান, মহানগর শ্রমিকদলের আহবায়ক আব্দুল আহাদ, হকার্সদলের সভাপতি নুরুল ইসলাম,
মহানগর শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন আহমদ, খালেদ আকবর চৌধুরী, মারুফ আহমদ টিপু, সোহেল আহমদ, আজিজুর রহমান আজিজ, ৮নং ওয়ার্ডের সভাপতি সবুর আহমদ, ২৬নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি এম সিরাজ উদ্দিন, ২৭নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি মিছবাহ উদ্দিন মৌলা, ৭নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি মোমিন আহমদ, শফিকুর রহমান টুটুল, আলমগীর কবির মুন্না, ২৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম এ মান্নান, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এ এস এম সায়েম,
১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু সাইদ মোঃ তায়েফ, ২৫নং ওযার্ডের সাধারণ সম্পাদক সোলেমান হোসেন সুমন, ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রব, ১১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজু, ১০নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা সুলতান বক্স মনসুর, উজ্জল রঞ্জন চন্দ, বিমল দেবনাথ, লায়েক আহমদ, কাউসার হোসেন রকি, আকিরুল ইসলাম চৌধুরী জিসান প্রমুখ।
উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে সিলেট নগরীর একটি হাসপাতালে পরে ঢাকার ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পরে তার তাঁর হার্টে ব্লক ধরা পড়ে এবং দুইটি রিং বসানো হয়েছে। আরিফুল হক চৌধুরীর পরিবারের পক্ষ থেকে সিলেটবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।