সুরমা টাইমস ডেস্ক :
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদীর রাজনীতি, জিয়াউর রহমানের রাজনীতি ধারণ করতে পারলে বাংলাদেশ রক্ষা পাবে ও দেশের স্বাধীনতা রক্ষা পাবে। বিএনপি এদেশের মানুষের কল্যাণে কাজ করছে, করবে ইনশাল্লাহ।
তিনি গতকাল শুক্রবার (১৪ই মার্চ) আশ-শিফা অর্গানাইজেশনের পক্ষ থেকে নগরীতে ইফতার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আশ-শিফা অর্গানাইজেশনের চেয়ারম্যান মাজহারুল লস্কর সৈনিক, সভাপতি সুলতানা লস্কর, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাগর দেব রকি, অর্থ সম্পাদক আসমা আক্তার মুন্নি,
প্রচার সম্পাদক সফিকুল আলম, সদস্য নাঈম আহমেদ, তানজিনা আক্তার, তাহের আহমেদ, কামাল আহমেদ, মাহমুদুল হাসান মাহি প্রমুখ।