কাউন্সিলর পদপ্রার্থী রেজওয়ান আহমদ’র মনোনয়নপত্র দাখিল
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজওয়ান আহমদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২৩ মে) সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ৫নং ওয়ার্ডে তিনবারের নির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, লোকমান আহমদ, সালেহ আহমদ চৌধুরী, মুরুলি সিং, আলিমুস সাদাত চৌধুরী, আদনান আহমদ, কলিমুল্লাহ, কামরান আহমদ প্রমুখ।
জমাদান শেষে রেজওয়ান আহমদ বলেন, ‘আশা করি ভোটাররা যোগ্য নেতৃত্বকে বেছে নেবেন। ৫নং ওয়ার্ডবাসী আমার পরিবারের মতো। আমি পুনরায় নির্বাচিত হলে বরাবরের মতো যে কোন সমস্যায় ওয়ার্ডবাসীর পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করবো ইনশাআল্লাহ।’
—বিজ্ঞপ্তি ।।