সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, আমি নির্বাচিত হলে সিলেট নগরীতে যেসব উন্নয়ন কাজ চলমান রয়েছে, সাবেক মেয়র সাহেব যেসব উন্নয়ন কাজে হাত দিয়েছিলেন অথচ শেষ হয়নি সেসব চলমান উন্নয়নমূলক কাজ সবার আগে সম্পন্ন করা হবে।
তার সাথে সাথে যেসব এলাকা নতুন করে সিটিতে সংযোজিত হয়েছে সেসব এলাকার উন্নয়নের প্রতি বিশেষ জোর দেওয়া হবে।
তিনি মঙ্গলবার (২৩ মে) নগরীর ৯নং ওয়ার্ড এলাকায় জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি এলাকার সব শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। তাদের খোঁজখবর নেন। আশা-আকাঙ্ক্ষার কথা শুনেন। দাবী দাওয়ার কথা শুনেন।
এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি ।।