নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৪২ নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী শাহ আহমদুর রব
সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের কাউন্সির পদপ্রার্থী শাহ আহমদুর রব শেখপাড়া তৈয়ব কামাল এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২২ মে) রাতে নিজ বাসবভন প্রাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় তিনি বলেন, এলাকাবাসীর সহযোগিতায় আমি সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছিলাম। কিন্তু পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আপনাদের জানানোর জন্য এই মতবিনিময় করা।
আমি সবসময় এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকবো এবং যিনি কাউন্সিলর নির্বাচিত হবেন তাকে যেকোন ধরনের সহযোগিতা করবো।
ইসরাব আলী হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মো. নিজাম উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহ আলী রাজ, মো. মাহবুবুর রব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আবুল কাশেম জালালী। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। দোয় পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির।
—বিজ্ঞপ্তি