সিলেটে পলিথিনের বিরুদ্ধে অ্যাকশনে নামছে পরিবেশ অধিদপ্তর
সুরমা টাইমস ডেস্ক : গত ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও সিলেটে তা মানছেন না অনেকেই। ব্যবহারকারীরা বলছেন, পলিথিনের বিকল্প সামগ্রী সহজলভ্য না হওয়ায় হঠাৎ করেই নিয়ম মানা যাচ্ছে না। ফলে পলিথিনের ব্যবহার বেড়ে চলেছে। তবে রোববার (৩ নভেম্বর) থেকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অ্যাকশনে নামছে সিলেট পরিবেশ অধিদপ্তর। খোঁজ নিয়ে জানা গেছে, মহানগরীর বিভিন্ন বাজার ও শপিং মলে এখনও ব্যবহার করা হচ্ছে নানা ধরণের পলিথিন ব্যাগ। প্রতি বছর বিভিন্ন উৎস থেকে গড়ে প্রায় কয়েক হাজার টনের ওপর লেমিনেটেড প্লাস্টিকের বর্জ্য উৎপন্ন হয়, যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এছাড়াও বিভিন্ন মাছ বাজারে সবচেয়ে বেশী পলিথিন ব্যবহার হয়। মহানগরীর লালবাজার বাজারের মাছ বিক্রেতারা জানান, মাছ কেনার সময় বেশিরভাগ ক্রেতা সঙ্গে কোনো কিছু আনেন না। ফলে বাধ্য হয়ে পলিথিন দিতে হয়। এ ব্যাপারে সিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা গণমাধ্যমকে বলেন, সরকার নিষেধাজ্ঞা দেওয়ার পর গত ১ ও ২ নভেম্বর পলিথিন বন্ধে সচেতনতা তৈরি করতে প্রচারণা করা হচ্ছে। রোববার (৩ নভেম্বর) থেকে পলিথিন বন্ধে ভ্রাম্যমাণ আদালত মহানগরে অভিযান চালাবে।