গোপালটিলার দেবোত্তর সম্পত্তি অবৈধ ভূমিখেকো দখলদারদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহবান

গোপালটিলা দেবোত্তর সম্পত্তি ভূমিখেকোদের হাত থেকে রক্ষার জন্য গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ কমিটি বিগত ১৯৯৯ ইং সনের মামলার প্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট স্থিতাবস্থা আদেশে প্রদান করেন এবং স্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন।

 

মহামান্য হাইকোর্ট এর স্থায়ী নিষেধাজ্ঞা জারী থাকা অবস্থায় গোপালটিলার দেবোত্তর সম্পত্তি দখল অব্যাহত থাকে।

 

অতি সম্প্রতি গোপালটিলার দেবোত্তর সম্পত্তি মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অবমাননা করে স্থাপনা নির্মাণ করা অব্যাহত আছে।

তারই প্রেক্ষিতে গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন কমিটি মামনীয় জেলা প্রশাসক, সিলেট এবং মাননীয় পুলিশ কমিশনার এস.এম.পি বরাবরে আবেদন করেন। অদ্যাবধি এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহন না করায় আপামর জন সাধারন ক্ষোভ প্রকাশ করেন।

গোপালটিলা আখড়ার ভূমি দখলকারী দিপক রায় দিপুসহ সকল ভূমি থেকো চক্রের হাত থেকে দখলকৃত দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি। এ

এ ব্যাপারে দেবোত্তর সম্পত্তি সুরক্ষা আইন প্রণয়নের জন্য আমরা দীর্ঘ দিন ধরে দাবী জানিয়ে আসছি।

 

তাই বর্তমান সরকারের কাছে আকুল আবেদন যে, দেবোত্তর সম্পত্তি সুরক্ষা আইন প্রনয়ণ ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণে দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি।

 

বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।