মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু
সুরমা টাইমস ডেস্কঃ
সিলেটে মাজার জিয়ারত ও কুরআন খতমের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত কমিটি। বৃহস্পতিবার বাদ আসর বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে কুরআন খতম ও হয়রত শাহজালাল মাজার জিয়ারত করেন বিএনপি নেতৃবৃন্দ।
জিয়ারত শেষে মাজার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত জিয়ারত পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী,
সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, সৈয়দ মিসবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, মহানগর নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির সাবেক সহ—সভাপতি শেখ মকন মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন,
মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট আতিকুর রহমান সাবু, মোর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল উদ্দিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মিজার্ স¤্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল মোর্শেদ,
সদস্য সচিব আফছর খান, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, বিএনপি নেতা মানিকুর রহমান মানিক, রেজাউল করিম নাচন, মুফতি নেহাল উদ্দিন, মিজানুর রহমান মিঠু, মিজান আহমদ, আব্দুল ওয়াদুদ মিলন, শেখ কবির আহমদ, আব্দুল মোমিন, শুয়াইবুর রহমান শোয়েব, তারেক আহমদ খান, মঞ্জুর খান, লুৎফুর রহমান সোহেল, মো. বাচ্চু মিয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের মধ্য থেকে নজির হোসেন, মামুন ইবনে রাজ্জাক রাসেল, আলমগীর হোসেন, মিনহাজ পাঠান, রুমান আহমদ, আব্দুল আজিজ লাকি, ফয়েজ উদ্দিন মুরাদ, আব্দুল মালেক সেকু, সালেক আহমদ, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, সৈয়দ রহিম আলী রাসু, নুরুল ইসলাম লিমন, আব্দুল মোনতাসির চৌধুরী, দুলাল আহমদ, ফাহিম বক্ত সেপু ও ফয়েজ আহমদ শিপু প্রমূখ।
সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে ওয়ার্ড নেতৃবৃন্দ কাউন্সিলের মাধ্যমে মহানগরের নেতাবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি সিলেট মহানগর। নির্বাচন করেছে। এর মাধ্যমে বিএনপি দলের আভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
এবার আওয়ামী ফ্যাসিবাদী শাসনে ধ্বংস গণতন্ত্রও জাতীয়তাবাদী শক্তির মাধ্যমে পুনরুদ্ধার হবে। আওয়ামী লীগ মুখে যতই গলাবাজী করুক না কেন তাদের শেষ রক্ষা হবেনা। ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আর পূরণ হবেনা। নবনির্বাচিত মহানগর বিএনপির কমিটি 0আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভুমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা। এই আন্দোলন তৃনমুল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)—সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভুমি সিলেট হচ্ছে বিএনপির ঘাঁটি। সিলেট থেকেই
এ সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের শুরু হবে চুড়ান্ত আন্দোলন।
নবনির্বাচিত মহানগর বিএনপি সেই আন্দোলনে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে প্রস্তত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ত্যাগী ও রাজপথের সক্রিয় নেতাকর্মীদের নিয়ে মহানগর বিএনপিকে শক্তিশালী করা হবে। আওয়ামী সরকারের সকল ষড়যন্ত্র রুখে দিতে সজাগ দৃষ্টি রাখার জন্য জাতীয়তাবাদী শক্তির প্রতি আহ্বান জানান তিনি।